ঢাকা | মার্চ ৫, ২০২৫ - ৩:০৪ পূর্বাহ্ন

পুলিশের অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

  • আপডেট: Tuesday, March 4, 2025 - 10:53 pm

স্টাফ রিপোর্টার: মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ এক জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি রাজন রবি দাস (২১) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকার মৃত মুক্তারের ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, গত ৩ মার্চ বিকালে আরএমপি’র বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার রিয়াজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে রাজপাড়া থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো।

এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় গাঁজা বিক্রির জন্য একজন অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানার এসআই  সাকিবুল হাসান সাকিব ও তাঁর টিম বিকাল ৫ টায় রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম গাঁজাসহ আসামি রবি দাসকে গ্রেপ্তার করে।

তবে অভিযানের সময় এক ব্যক্তি পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়। পরে গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।