ঢাকা | মার্চ ৪, ২০২৫ - ৭:১৯ অপরাহ্ন

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • আপডেট: Tuesday, March 4, 2025 - 3:42 pm

অনলাইন ডেস্ক: জেলা শহরের পুরান বাজারে গতরাতে কাভার্ডভ্যান মোটর বাইকের সংঘর্ষে মো. অভি (১৭) ও মো. নিলয় (২০) নামে দুইজন নিহত হয়েছে।

সোমবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে পুরান বাজার বালিাক উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত অভি পুরান বাজারের বাসিন্দা আব্দুস সালামের এবং নিলয় একই এলাকার মো. সেলিমের ছেলে।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, মোটর বাইকযোগে নিলয় ও অভি পুরান বাজার থেকে নতুন বাজারের দিকে রওয়ানা হয়। ঘটনাস্থলে আসলে দ্রুতগামী বাইকের সাথে প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। তারা দুজনে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বিল্লাল হোসেন বলেন, হাসপাতালের আনার পর অভির মৃত্যু হয় এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেয়ার পথে শহরের ওয়ারলেস বাজার এলাকায় অ্যাম্বুলেন্সে নিলয়ের মৃত্যু হয়।

পরিবারের লোকজন জানান, নিলয় ও অভি তাদের পরিবারের সঙ্গে ইতালি থাকেন। তাদের চাচাতো বোনের বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দেশে এসেছেন।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, ঘটনার পর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান দুটি মরদেহের সুরতহাল করেছেন। দুর্ঘটনায় কবলিত মোটর বাইক ও কাভার্ডভ্যান (ঢাকা-উ-১৪-৩৭৬৫) জব্দ করে থানায় আনা হয়েছে। কাভার্ডভ্যানের চালক পালিয়েছে এবং হেলপার ইসমাইল হোসেন থানা হেফাজতে আছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে এবং হেলপার আটক আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: বাসস