রাজশাহীতে ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার: চারঘাট উপজেলার চকমোক্তারপুর গ্রামে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ আব্দুল করিম সুইট (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। সুইট ওই গ্রামের কোবাদ আলীর ছেলে।
আজ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা ডিবির এসআই মাহাবুব আলমের নেতৃত্বে একটি দল চকমোক্তারপুর এলাকায় এই অভিযান চালায়। আমবাগানে মাদক কেনাবেচার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। তবে আব্দুল করিম সুইটকে সাদা প্লাস্টিকের বস্তায় থাকা ১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়।
রাজশাহী জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অভিযানের সময় মাদক কারবারি সাগর ইসলাম কৌশলে পালিয়ে যায়।
তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তাকে ধরতে অভিযান চলছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে চারঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।