যবিপ্রবি’র সাবেক উপাচার্যসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন ডেস্ক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অণুজীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুস সাত্তারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার অন্য আসাসিরা হলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, অণুজীব বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক মোছা. ফেরদৌসী বেগম।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন আজ মঙ্গলবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, কমিশনের উপ-সহকারী পরিচালক জালাল উদ্দিন বাদি হয়ে সমন্বিত যশোর জেলা কার্যালয়ে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
তাদের বিরুদ্ধে দণ্ডবিধি’র ৪০৯/৪২০/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সূত্র: বাসস