ঢাকা | মার্চ ৫, ২০২৫ - ৪:১৪ পূর্বাহ্ন

পোরশায় তিনটি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

  • আপডেট: Tuesday, March 4, 2025 - 9:44 pm

 

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় তিনটি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ মঙ্গলবার নিতপুরের কেজেকে ইটভাটায়-২০ হাজার টাকা, কেইবিসি (ঝিকঝাক) ইটভাটায়-২০ হাজার ও ছাওড় ইউনিয়নের বেজোড়া মোড়ের সেভেন স্টার ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস।

এসময় তিনি জানান, ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ মোতাবেক সঠিক কাগজপত্র না থাকায় উপজেলার ১১টি ইটভাটার মধ্যে তিনটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।