ঢাকা | মে ২, ২০২৫ - ৬:০৪ অপরাহ্ন

শিরোনাম

কুরস্ক সীমান্ত থেকে ৩৩ জনকে ফিরিয়ে দিয়েছে ইউক্রেন: মস্কো

  • আপডেট: Tuesday, March 4, 2025 - 7:59 pm

অনলাইন ডেস্ক: রাশিয়ার ভূখণ্ডে কিয়েভের আকস্মিক আন্তঃসীমান্ত হামলার পর পশ্চিম কুরস্ক অঞ্চল থেকে বাস্তুচ্যুত কিছু বেসামরিক নাগরিককে রাশিয়ায় ফিরিয়ে দিয়েছে ইউক্রেন। সোমবার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মস্কো থেকে এএফপি এ খবর জানায়।

আগস্টে শুরু হওয়া ওই হামলার পর শত শত রাশিয়ান ইউক্রেনীয়-অধিকৃত অঞ্চলে আটকে পড়া তাদের আত্মীয়দের মধ্যে কর্তৃপক্ষের প্রতি উদ্বেগ এবং কিছুটা ক্ষোভের সৃষ্টি করেছে।

মস্কো গত সপ্তাহে বলেছে, হামলা শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের প্রতিবেশী সুমি অঞ্চলে প্রবেশকারী কিছু বেসামরিক নাগরিককে ফিরিয়ে আনার জন্য তারা কিয়েভের সাথে একটি চুক্তি করেছে।

রাশিয়ার মানবাধিকার ন্যায়পাল তাতায়ানা মোসকালকোভা টেলিগ্রামে বলেছেন, ‘আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সমর্থন এবং বেলারুশের মধ্যস্থতায়, কুরস্ক অঞ্চলের ৩৩ জন বাসিন্দাকে ইউক্রেন থেকে রাশিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে।’

তিনি বলেছেন, ‘এদের বেশিরভাগই বয়স্ক, তবে তাদের মধ্যে চারটি শিশুও রয়েছে। তাদের অনেকেরই গুরুতর অসুস্থ ও আঘাতের চিহ্ন রয়েছে।’

ইউক্রেনে অবস্থিত আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মুখপাত্র প্যাট গ্রিফিথস এএফপি’কে জানান, দলটিকে গত মাসে ইউক্রেনীয় শহর সুমিতে নিয়ে যাওয়া হয়েছে।

রাশিয়ার কুরস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার খিনশটাইন বলেন, বেশ কয়েক মাসের ‘জটিল আলোচনার’ পর তাদের প্রত্যাবর্তনের বিষয়টি সুরাহা হয়।

সূত্র: বাসস

Hi-performance fast WordPress hosting by FireVPS