ঢাকা | মে ১৫, ২০২৫ - ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম

সাংবাদিক জাবীদ অপুর বাবা আর নেই

  • আপডেট: Sunday, March 2, 2025 - 12:49 am

স্টাফ রিপোর্টার: দৈনিক সোনালী সংবাদের প্রধান আলোকচিত্রী ও যমুনা টিভির ভিডিওগ্রাফার সাংবাদিক জাবীদ অপুর বাবা রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী আব্দুল কাদের ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।

জাবীদ অপুর পরিবারের সদস্যরা জানিয়েছেন, মরহৃমের জানাজার নামাজ আজ রোববার বাদ যোহর নগরীর টিকাপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে টিকাপাড়া গোরস্থানে তাঁর দাফন কাজ সম্পন্ন করা হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS