ঢাকা | মার্চ ৩, ২০২৫ - ১:৪০ অপরাহ্ন

মোহনপুরে পুকুর হতে মাছ চুরির অভিযোগ

  • আপডেট: Sunday, March 2, 2025 - 9:40 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকার দীঘাডাঙ্গা মৌজার দশ বিঘা জলার পুকুর হতে প্রায় ২৫ লাখ টাকার মাছ চুরির অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পৌর এলাকার হরিদাগাছি গ্রামের মৃত ইসরাইল স্বর্ণকারের ছেলে কোবাদ আলীর প্রায় ১০ বিঘা জলার পুকুর থেকে দুই দফায় এ মাছ চুরি করা হয়েছে।

কোবাদ আলী জানান, আমি গতকাল রোববার সকাল ৯ টার সময় আমার পুকুরে গিয়ে দেখি কে বা কারা মাছ চুরি করে নিয়ে যায় এবং দুই বস্তা মাছ রেখে চোরেরা পালিয়ে গেছে। আমার একই পুকুর হতে ইতিপূর্বেও (গত বছর আগস্ট মাসে) কে বা কারা মাছ চুরি করে।

এ দুইবার মিলে প্রায় ২৫ লক্ষাধিক টাকার মাছ চুরি করেছে চোরেরা। আমি মোহনপুর থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছি। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।