ঢাকা | মার্চ ৩, ২০২৫ - ১:৩২ অপরাহ্ন

কিস্তি না পেয়ে ছাগল নিয়ে গেল জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থা

  • আপডেট: Sunday, March 2, 2025 - 10:57 pm

স্টাফ রিপোর্টার: দুই দিন কিস্তি না পেয়ে এক নারীর বাড়ি থেকে তার ছাগল তুলে নিয়ে যান রাজশাহীর একটি সংস্থার একজন কর্মী।

রোববার সকালে এ ঘটনা ঘটে। পরে এলাকায় জানাজানি হলে ছাগলটি ফেরত দিতে বাধ্য হয় জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থা নামের ওই সংস্থাটি। নগরীর টিকাপাড়া বাসার রোড এলাকার একটি ভাড়া বাসায় এই সংস্থার কার্যালয়।

সংস্থাটি এলাকার দুস্থ মানুষের মাঝে ঋণ দিচ্ছে। ফাতেমা বেগম নামের এক নারী ঋণ নেয়ার পর দুইদিন কিস্তি দিতে না পারলে তার বাড়ি থেকে একটি ছাগল নিয়ে যান ওই সংস্থার মাঠকর্মী।

নগরীর তালাইমারী এলাকার বাসিন্দা ফাতেমা বেগম জানান, তিনি নগরীর হাদির মোড়ে সবজি বিক্রি করেন। এই ব্যবসার জন্য ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ইতিমধ্যে চার হাজার টাকা শোধ করেছেন।

সম্প্রতি দুর্ঘটনায় তিনি কোমরে আঘাত পেয়েছেন। ব্যবসা করতে পারছেন না। তাই দুটি কিস্তি দিতে পারেননি। তাই তার বাড়ি থেকে ছাগল নিয়ে যাওয়া হয়। তিনি জানান, রোববার সেহরি খেয়ে ও নামাজ পড়ে তিনি পাশে বোনের বাড়িতে ঘুমাচ্ছিলেন।

সকালে ওই সংস্থার মাঠকর্মী কিস্তি আদায়ে তার বাড়ি যান। তাকে না পেয়ে বাড়িতে বেধে রাখা একটি ছাগল ধরে নিয়ে চলে যান সংস্থার ওই কর্মী। যদিও ছাগলটি তার নিজের না। রিসা বেগম নামের এক নারী এই ছাগলটি তিনি আধাআধি হিসেবে পুষতেন।

রোববার দুপুর ১২টার দিকে ওই সংস্থার কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, ছাগল ফেরত নিতে ফাতেমা সংস্থার কার্যালয়ের সামনে এসেছেন। ছুটে এসেছেন ছাগলের আসল মালিক রিসা বেগমও।

ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করলেও সংস্থাটির কোনো সাইনবোর্ড পর্যন্ত নেই। রিসা বেগম এসে তুমুল বাগবিতণ্ডা শুরু করেন সংস্থার কর্মকর্তা নাসিরুল্লাহ কবীরের সঙ্গে। পরে ওই ছাগল রিসা বেগমকে বুঝিয়ে দেয়া হয়।

স্থানীয়রা জানান, সংস্থাটি দুই বছর থেকে ঋণ কার্যক্রম চালাচ্ছে। কিন্তু সংস্থার মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কোনো নিবন্ধন নেই। সংস্থাটি চলছে শুধুমাত্র সমবায় সমিতির ছাড়পত্র দিয়ে। তারা এলাকার মানুষকে ঋণের ফাঁদে ফেলে চড়া সুদ আদায় করছে।

বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে সংস্থার কর্মকর্তা নাসিরুল্লাহ কবীর কোনো সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান। কিন্তু ছাগল নিয়ে আসার ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

রাজশাহী জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রবিন ইসলাম বলেন, জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থা নামে তাদের নিবন্ধন দেয়া কোনো সংস্থা আছে কি না তা দেখে বলতে পারবেন। কিস্তি দিতে না পারায় ছাগল আনার ব্যাপারে তিনি বলেন, ভুক্তভোগী থানায় অভিযোগ করতে পারেন।