ঢাকা | মার্চ ৩, ২০২৫ - ৮:৩১ অপরাহ্ন

লক্ষ্মীপুরে জাতীয় ভোটার দিবসে র্যালি ও সভা

  • আপডেট: Sunday, March 2, 2025 - 6:54 pm

অনলাইন ডেস্ক :  তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে- এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় ভোটার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আজ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। পরে র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ ও সদর উপজেলা নির্বাচন আতিকুজ্জামান। এসময় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও র‌্যালীতে অংশ নেয়।

সূত্র: বাসস