ঢাকা | এপ্রিল ২১, ২০২৫ - ২:০৩ অপরাহ্ন

পত্নীতলায় রমজান উপলক্ষে ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন

  • আপডেট: Saturday, March 1, 2025 - 1:06 am

 

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে  ন্যায্যমূল্যের দোকান এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা সদর নজিপুর নতুনহাট মোড় এলাকায় পৌর মার্কেটে ন্যায্যমূল্যের দোকানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আলীমুজ্জামান মিলন।

এসময় সাথে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার আশিস কুমার দেবনাথসহ সাংবাদিক সুধিজন। এখানে ন্যায্যমূল্যে গরুর মাংস, এবং ইফতার সামগ্রী মুড়ি ছোলা, ডিম, দুধ, চিনি, তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয়  খাদ্যদ্রব্য অন্যবাজার থেকে কম মূল্যে বিক্রি করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুরো রমজান মাসজুড়ে চলবে এ  দোকান।