ঢাকা | মে ১৪, ২০২৫ - ৭:৩৩ পূর্বাহ্ন

১২ দলীয় জোটে ভাঙন

  • আপডেট: Saturday, March 1, 2025 - 11:21 pm

সোনালী ডেস্ক: ফাটল দেখা দিয়েছে বিএনপির মিত্র ১২ দলীয় জোটে। এই জোট থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেলো জোটের প্রধান শরিক জাতীয় পার্টি (জাফর)।

গতকাল শনিবার খিলগাঁওয়ে দলটির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। তবে ১২ দলীয় জোট থেকে বের হয়ে গেলেও বিএনপির নেতৃত্বে আগামী দিনে সব আন্দোলন সংগ্রামে অংশীজন হিসেবে রাজপথে থাকার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছে দলটি।

জাতীয় পার্টির (জাফর) মহাসচিব সাবেক এমপি আহসান হাবিব লিংকন বলেন, দীর্ঘদিন ধরে ১২ দলীয় জোটের কতিপয় নাম-সর্বস্ব নেতার কার্যকলাপ নিয়ে জাতীয় পার্টি (জাফর) নেতাদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছিল।

যার পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার জাতীয় পার্টির নির্বাহী কমিটির জরুরি সভা ডাকা হয়। এতে সিদ্ধান্ত হয়, ১২ দলীয় জোট থেকে জাতীয় পার্টি (জাফর) বেরিয়ে এককভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে বিএনপির নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করার জন্য মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টির (জাফর) রাজপথে লড়াই অব্যাহত রাখবে। আজ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে ১২ দলীয় জোটের সব কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম।

দলটির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভায় মহাসচিব সাবেক এমপি আহসান হাবিব লিংকন, পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নোয়াব আলী আব্বাস খান, সাবেক এমপি হোসনে আরা আহসান, সেলিম মাস্টার, মোস্তফা হায়দার জুবায়ের, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমিন, অ্যাডভোকেট শফিউদ্দিন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শরীফ মিয়া, যুগ্ম মহাসচিব এ এস এম শামীম, কাজী মো. নজরুল, সাংগঠনিক সম্পাদক মহসিন মিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক লোকমান পাটোয়ারী, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, যুব সংহতির আহ্বায়ক রইস উদ্দিন, সদস্য সচিব নিজাম উদ্দিন সরকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS