ঢাকা | এপ্রিল ১৯, ২০২৫ - ২:২৪ অপরাহ্ন

সমঝোতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, March 1, 2025 - 1:58 am

স্টাফ রিপোর্টার: দেশব্যাপী রাষ্ট্র সংস্কার আন্দোলন জুলাই ৩৬ ফোরাম -অপরাজেয় বাংলার আয়োজনে, দেশব্যাপী সমঝোতা সংলাপের ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীর বরেন্দ্র কলেজে গতকাল শুক্রবার রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী বিভাগের সমন্বয়ক মাহমুদ জামাল কাদেরীর সভাপতিত্বে সমঝোতা সংলাপ অনুষ্ঠিত হয়।

এই সংলাপে প্রধান আলোচক ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। তিনি বলেন, দীর্ঘ দিনের পুঞ্জিবীত ক্ষোভ বিক্ষোভে রূপ নেই। যার ফলে ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট সরকারের পতন হয়।

দায়িত্ব গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু বর্তমানে যে বিশৃঙ্খল অবস্থা বিরাজমান তা নিরসনে সরকারকে সহযোগিতা করতে দলমত নির্বিশেষে সকলের সমঝোতা প্রয়োজন।

অন্যথায় আগামীর বাংলাদেশ বিনির্মানে যে স্বপ্ন দেখা হয়েছে তা ব্যর্থ হবে। তাই দেশ ও জাতির জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। এই সংলাপে অংশ নেয় বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, কবি, নাট্য ব্যক্তিত্ব, ব্যবসায়ী,  সাংবাদিক, আদিবাসী নেতাকর্মী, নারী নেত্রী, সমাজ কর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি।