ঢাকা | মার্চ ১, ২০২৫ - ৫:০২ পূর্বাহ্ন

শিরোনাম

সংস্কার শেষ না করে নির্বাচন দিলে অবস্থা আরও খারাপ হতে পারে: ইলিয়াস কাঞ্চন

  • আপডেট: Saturday, March 1, 2025 - 1:27 am

সোনালী ডেস্ক: নিরাপদ সড়ক চাই’র (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, সংস্কার শেষ না করে নির্বাচন দেওয়া হলে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তাতে আগের অবস্থাই তৈরি হবে। এমনকি বিগত সময়ের চাইতে আরও খারাপ অবস্থা তৈরি হতে পারে। রাজনীতিবিদদের মধ্যে সংস্কার আসতে হবে। তাদের মধ্যে বোধোদয় এলে দেশের মানুষ একটা সুন্দর রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখতে পারবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে গণশক্তি সভা আয়োজিত ‘জনদুর্ভোগ ও স্থানীয় সরকার বিভাগ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। ইলিয়াস কাঞ্চন বলেন, গ্রামাঞ্চলের অবস্থা এখন ভালো না, সেখানে টাকার বিনিময়ে মামলা দেওয়াসহ নানারকম হয়রানিমূলক কর্মকাণ্ড চলছে।

আমরা আশা করছি, একটা নির্বাচনের মাধ্যমে গ্রামাঞ্চলের এসব সমস্যা সমাধান হবে। তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সে নির্বাচনটা কীভাবে হবে? হওয়ার মতো কোনও পরিবেশ-পরিস্থিতি কি লক্ষ্য করা যাচ্ছে? সংস্কারপর্ব সমাপ্ত না করে নির্বাচন দেওয়া হলে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তাতে কিন্তু সেই আগের অবস্থাই তৈরি হবে। এমনকি বিগত সময়ের চাইতে আরও খারাপ অবস্থা তৈরি হতে পারে।

অন্তর্র্বতীকালীন সরকারকে বলতে চাই, আমরা যা বলি তা একটু শুনুন। যদি না শোনেন, তাহলে আমাদের আর কথা বলার দরকার নেই। কারণ সঠিকভাবে যদি নির্বাচন করতে চান, তাহলে আমাদের কথা শুনতে হবে। নিসচা চেয়ারম্যান আরও বলেন, গত ছয় মাসে পুলিশের অনেক রিফর্ম করা সম্ভব ছিল। কিন্তু তা করা হয়নি।

আমার শুধু মনে হচ্ছে, সামনে এক বড় দুর্যোগ অপেক্ষা করছে। আমাদের মধ্যে এখন ঐক্য নেই। আর ঐক্য না থাকার ফলাফলটা ভালো কিছু বয়ে আনবে না। এসময় সেমিনারে গণমুক্তি জোটের সভাপতি ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।