ঢাকা | মার্চ ১, ২০২৫ - ৫:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

শহিদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন অনুভব এন্টারপ্রাইজ

  • আপডেট: Saturday, March 1, 2025 - 2:05 am

স্পোর্টস ডেস্ক: ৩২ তম শহিদ জিয়া স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে রাজশাহী কলেজ মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই খেলায় মোট ৪০টি টিম অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে অনুভব এন্টারপ্রাইজ ও স্বচ্ছ এলিভেন।

খেলায় রানার্সআপ দল স্বচ্ছ এলিভেন ২০ ওভারে ১১৯ রান করে। বিপরীতে চ্যাম্পিয়ন দল অনুভব এন্টারপ্রাইজ ১৮ ওভার ৫ বলে ১২০ রান করে জয়লাভ করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গাপরী ডেভেলপার অ্যান্ড প্রপার্টিজ ম্যানেজিং ডিরেক্টর উজ্জল কবীর। বিশেষ অতিথি ছিলেন শহিদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক সেলিম আহমেদ সাকুর, সদস্য সচিব আখতার হোসেন। শহিদ জিয়া স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ আয়োজন করে দরগাপাড়া যুব সংঘ।