ঢাকা | মে ১, ২০২৫ - ৬:৫৬ অপরাহ্ন

রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

  • আপডেট: Saturday, March 1, 2025 - 3:49 pm

অনলাইন ডেস্ক : দেশবাসীকে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে আজ সকালে আয়োজিত এক র‌্যালী থেকে এই আহ্বান জানানো হয়।

বায়তুল মুকাররম জাতীয় মসজিদে এই বর্ণাঢ্য র‌্যালীটি অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের নেতৃত্বে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে র‌্যালীটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ গেটে গিয়ে শেষ হয়।

এই সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলেন, ১৪৪৬ হিজরি সনের আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই র‌্যালীর আয়োজন করা হয়েছে।

র‌্যালীতে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, মো. আনিছুর রহমান সরকার, ড. মোহাম্মদ হারুনূর রশীদ, কর্মকর্তা-কর্মচারি, আলম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

Hi-performance fast WordPress hosting by FireVPS