ঢাকা | মার্চ ১, ২০২৫ - ৫:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

বারো শিবালয় মন্দিরে ৪শ বছরের পুরোনো মেলা

  • আপডেট: Saturday, March 1, 2025 - 1:13 am

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার বেল আমলা এলাকায় বারো শিবালয় মন্দিরে ৪০০ বছরের পুরোনো মেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুই দিনব্যাপী শিব চতুর্দশী মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত সমবেত হতে শুরু করেন। সকালে ছোট যমুনা নদীতে পুণ্যস্নান করে শিব ঠাকুরের মাথায় জল ও দুধ ঢেলে পূজা-অর্চনা শুরু করেন ভক্ত-পূজারীরা। মন্দির ঘিরে বসেছে গ্রামীণ মেলা।

মিঠাই-মন্ডা, খেলনা, পূজা সামগ্রী, ফার্নিচারসহ হরেক রকমের পসরা সাজিয়ে বসেছেন দোকারিরা। ছিল নাগরদোলা, চরকিসহ শিশু-কিশোরদের বিনোদনের নানা আয়োজন।

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে আসা জোনাকী সাহা বলেন, প্রতিবছর শিব চতুদর্শী উপলক্ষে সকালে ব্রত রেখে পূজা করার জন্য বারো শিবালয় মন্দিরে আসি। শিবের তিথি উপলক্ষে শিবের মাথায় দুধ, জল, ঘি, মধু দিয়ে পুজা করি। মনোবাসনার জন্য প্রার্থনা করেছি।

দেশের মানুষ যাতে ভালো থাকে, সেই কামনাও করেছি। মন্দির কমিটির আহ্বায়ক বিশ্বনাথ আগরওয়ালা বলেন, শিব চতুর্দশীতে প্রতিবছর এখানে দেশের বিভিন্ন জেলা ও ভারত থেকে ভক্তরা আসেন। এখন মহাকুম্ভতে স্নান হচ্ছে। বৃহস্পতি ও শুক্রবার দু’দিন মেলা হবে।

মেলায় আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা পরিদর্শক রেজাউল ইসলাম জানান, বারো শিবালয় মেলায় হাজারো ভক্তের সমাগম ঘটে। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এ জন্য পুলিশের টহল রয়েছে।