ঢাকা | মার্চ ২, ২০২৫ - ২:১১ পূর্বাহ্ন

দুর্গাপুরে ২৪ ঘণ্টায় শিশুসহ ৮ জনের আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু/২

  • আপডেট: Saturday, March 1, 2025 - 11:12 pm

দুর্গাপুর প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় রাজশাহীর দুর্গাপুরে বিভিন্ন কারণে মান অভিমান করে নারী-পুরুষ ও শিশুসহ ৮জন বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।

এদের মধ্যে দুইজন নারীর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। মারা যাওয়ারা হলেন-উপজেলার পাইকড়তলী গ্রামের ওয়াশিমের স্ত্রী জান্নাতুন (২৮) ও উপজেলার তেবিলা গ্রামের রেন্টুর স্ত্রী তহমিনা (৩২)।

বিষপানে আত্মহত্যার চেষ্টাকারী অন্যান্য রোগীরা হলো, উপজেলার পানানগর গ্রামের ময়না বিবি (৪৫), বেড়া গ্রামের রেজাউলের শিশু সন্তান তানজিমুল (৩), কানপাড়া গ্রামের বিথি (৩০), দেবীপুর গ্রামের মহনা (১৮), পানানগর গ্রামের আঃ সাত্তার (৪৫), কাশেমপুর গ্রামের ইরিন খাতুন (২০) ও সায়বাড় গ্রামের হাবিবা খাতুন (১৫)।

এ বিষয়ে দুর্গাপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মেহেদী হাসান জানান, বিষপানে হাসপাতালে ৮ জন রোগী ভর্তি হয়।

এদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক দেখে ৫ জন রোগীকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে ও বাকি ৩ জন রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে বর্তমানে তারা সুস্থ আছে।

জানতে চাইলে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম আলী জানান, বিষপানে আত্মহত্যায় মৃত্যুর ঘটনায় থানায় দুইটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।