ঢাকা | মে ৩, ২০২৫ - ৯:৫১ অপরাহ্ন

ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডার জন্য জেলেনস্কিকে ক্ষমা চাওয়ার আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

  • আপডেট: Saturday, March 1, 2025 - 11:19 am

অনলাইন ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে ওভাল অফিসে ঘটে যাওয়া বাগবিতণ্ডার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

হোয়াইট হাউসে ওভাল অফিসে বৈঠকে মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর সেই বৈঠকেই উত্তপ্ত বাক্যবিনিময় হওয়ার পর সিএনএন-এ দেওয়া এক সাক্ষাতকারে রুবিও বলেন, জেলেনস্কির উচিত ’এমন একটি বৈঠকের জন্য এবং আমাদের সময় নষ্ট করার জন্য ক্ষমা চাওয়া।’

সূত্র: বাসস

Hi-performance fast WordPress hosting by FireVPS