ঢাকা | মার্চ ২, ২০২৫ - ২:২৯ পূর্বাহ্ন

অবসরপ্রাপ্ত কর কর্মকর্তাদের মিলনমেলা অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, March 1, 2025 - 11:09 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী কর অঞ্চলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ চৈতির বাগানে দিনব্যাপী এই মিলনমেলায় রাজশাহী কর অঞ্চলের আওতাভুক্ত জেলাগুলোর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

মিলনমেলায় অন্যান্যের মধ্যে অংশ নেন জাতীয় রাজস্ব বোর্ডের অবসরপ্রাপ্ত মেম্বার ড. খন্দকার ফেরদৌস আলম ও অবসরপ্রাপ্ত কর কমিশনার আবুল কালাম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী, অবসরপ্রাপ্ত কর পরিদর্শক সিরাজুল ইসলাম ও এমদাদুল হক।