ঢাকা | মার্চ ১, ২০২৫ - ২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম

সেপ্টেম্বরের এশিয়া কাপে ভারত-পাকিস্তান লড়াই!

  • আপডেট: Friday, February 28, 2025 - 6:58 pm

অনলাইন ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বরের অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী- আসরে একই গ্রুপে থাকবে বিশ্ব ক্রিকেটে দুই পরাশক্তি ভারত-পাকিস্তান। টুর্নামেন্টে তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হতে পারে মহাদেশীয় এ  টুর্নামেন্ট। টি-টোয়েন্টি ফরম্যাটের আসরে মোট ১৯টি ম্যাচ হতে পারে।

আসন্ন এশিয়া কাপের আয়োজক ভারত। কিন্তু ভারত-পাকিস্তানের রাজনৈতিক জটিলতার কারণে নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এখনও ভেন্যু চুড়ান্ত হয়নি।

কিন্তু শ্রীলংকা এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কোথায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে- এখনো চুড়ান্ত সিদ্ধান্ত  নিতে পারেনি এসিসি। নিরপেক্ষ ভেন্যুতে হলেও এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক আয়োজক হিসেবে থাকবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে ৮টি দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং অংশ নেবে। এবার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে ২০২৩ সালের এশিয়া কাপে অংশ নেওয়া নেপাল।

গত আসরের মত, দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে আট দল। একই গ্রুপে থাকবে ভারত ও পাকিস্তান। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোর পর্বে খেলবে। সুপার ফোরের সেরা দুই দল ফাইনালে উঠবে। এমন ফরম্যাটের কারণে গ্রুপ পর্বের পর সুপার ফোরে দেখা হবে ভারত-পাকিস্তানের। এমনকি সুপার ফোরের সেরা দু’দল হলে ফাইনালেও দেখা হয়ে যেতে পারে তাদের।

সূত্র: বাসস