ঢাকা | এপ্রিল ৯, ২০২৫ - ৭:০৯ অপরাহ্ন

সংসদের সামনে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু

  • আপডেট: Friday, February 28, 2025 - 8:13 pm

অনলাইন ডেস্ত: জাতীয় সংসদ ভবনের সামনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে। 

আজ শুক্রবার বিকেল ৪টার পর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অন্যান্য ধর্মগ্রন্থ পবিত্র গীতা, ত্রিপিটক বাইবেল থেকে পাঠ করা হয়। তারপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীতে অংশ নেন। পরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি সবাইকে নিজ নিজ ধর্মমত অনুযায়ী শহীদদের জন্য প্রার্থনা করতে বলা হয়

এরপর আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতৃবৃন্দের বক্তব্য দেওয়া শুরু হয়। অনুষ্ঠানস্থলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন

এর আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পতাকা হাতে বিপুলসংখ্যক ছাত্রজনতা মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হন। তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে ঘিরে তাদের মধ্যে এক ধরণের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে

এই আয়োজনকে কেন্দ্র করে মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশরুম, পুলিশ বুথ, নারীদের জন্য বুথ,  ভিআইপি বুথ পানির ব্যবস্থা করা হয়েছে। 

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে 

জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য আহত যোদ্ধারা অংশ গ্রহণ করেছেন এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে। এছাড়া দেশের ৬৪ জেলা থেকেই মানুষ এসেছেন

সূত্র্র: বাসস

Proudly Designed by: Softs Cloud