ঢাকা | মার্চ ১, ২০২৫ - ৫:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম

শিবগঞ্জে খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, মাসুদকে খুঁজছে পুলিশ

  • আপডেট: Friday, February 28, 2025 - 10:24 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়ার অভিযোগে মাসুদ রানাকে খুঁজছে পুলিশ।

শুক্রবার বিকালে উপজেলার সাহাপাড়া-মুন্সিপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালায় শিবগঞ্জ থানা পুলিশ। তবে মাসুদ রানা পলাতক রয়েছে। পলাতক মাসুদ রানা (৩০) উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া-মুন্সিপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক জানান, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন মাসুদ রানা। এ নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাসুদকে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তিনি। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে মাসুদের বাড়িতে অভিযান চালানো হয়। তবে মাসুদকে পাওয়া যায়নি। শিগগির তাকে আটক করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।