ঢাকা | মার্চ ১, ২০২৫ - ১:৫৪ পূর্বাহ্ন

রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট: Friday, February 28, 2025 - 9:54 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দুলাল হোসেন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোয়াজ্জেম হোসেন। সভাপতি পদে দুলাল হোসেন ৭১টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী হেলাল উদ্দীন বাপ্পি ২৪ টি ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দীতা করেন। সাধারণ সম্পাদক পদে মোয়াজ্জোম হোসেন ৪৮টি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী তাহসিন হোসেন ৪০টি ভোট পান।

এছাড়াও অপর প্রতিদ্বন্দ্বি মো: হানিফ ৭ টি ভোট পেয়েছেন। সভাপতি পদে দুই জন ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দিতা করেন। অপর সাতটি পদে কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছেন।

তারা হলেন- সহ সভাপতি শরিফুল ইসলাম জিএম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, দপ্তর সম্পাদক এমদাদুলহক, কোষাধ্যক্ষ আমিনুজ্জমান, কার্য নির্বাহী সদস্য তাজরুল ইসলাম টুটুল ও শাহ্ জামাল।

তারা আগামী তিন বছরের জন্য নির্বাচিতরা রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নে দায়িত্ব পালন করবেন। গত বৃহস্পতিবার রাজশাহী রেলওয়ে মার্কেটের দৈনিক নতুন প্রভাত কার্যালয়ে সকাল ৭ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটন চলে। ভোট ভোটার সংখ্যা ১২৭ জন। এতে ভোটদান করেছেন ৯৮ জন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট বাতিলকৃত ভোটের সংখ্যা তিনিটি।

ভোটগ্রহণের প্রধান দায়িত্ব পালন করেন দৈনিক নতুন প্রভাতের সার্কুলেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বাবলু। এছাড়াও রাজশাহী শ্রম অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আশিকুর রহমান ও বোয়ালিয়া থানা পুলিশের প্রতিনিধি এএসআই রেজাউল ইসলাম।

জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা: রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু বাক্কার ও সাধারণ সম্পাদক নকিরুল ইসলাম নকির। শুক্রবার সন্ধ্যায় পাঠানো এক অভিনন্দন বার্তায় তারা এই শুভেচ্ছা জানান।