ঢাকা | মে ১৬, ২০২৫ - ৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম

ট্রাম্পের সঙ্গে খনিজ সম্পদ চুক্তিতে স্বাক্ষর করবেন জেলেনস্কি

  • আপডেট: Friday, February 28, 2025 - 6:44 pm

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করে ইউক্রেনের বিরল খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের অধিকার বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করবেন বলে জানা গেছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এক সপ্তাহ আগে ট্রাম্প জেলেনস্কিকে একজন স্বৈরশাসক হিসেবে অভিহিত করেছিলেন। শুক্রবার তিনি হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাবেন।

ট্রাম্পের সাম্প্রতিক রাশিয়ার দিকে মনোনিবেশ সত্ত্বেও কিয়েভ সমর্থন জোগাড় করার চেষ্টা করছে।

দুই সপ্তাহ আগে কিয়েভ ছাড়াই তিন বছর ধরে চলমান যুদ্ধের অবসানের বিষয়ে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির কঠোর সমালোচনা করেছিলেন। তাকে ‘নির্বাচন ছাড়াই একনায়ক’ বলে অভিহিত করেছিলেন ট্রাম্প।

এমনকি ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের জন্য ইউক্রেনকে দায়ীও করেছিলেন তিনি।

কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কাইর স্টারমারের সফরের পর ট্রাম্পের সুর নরম  হতে দেখা যায় ।

বৃহস্পতিবার জেলেনস্কিকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, তার প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে । আমরা খুব ভালোভাবে মিলেমিশে কাজ করব।

সূত্র: বাসস

Hi-performance fast WordPress hosting by FireVPS