ঢাকা | মার্চ ১, ২০২৫ - ৫:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

সাংবাদিক মাসুমার শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয় 

  • আপডেট: Friday, February 28, 2025 - 9:45 pm

স্মরণসভায় প্রেস সচিব

স্টাফ রিপোর্টার: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মাসুমা আক্তার তৃণমূল সাংবাদিকতায় যে উদাহরণ তৈরি করেছেন তা সামনে রেখে অনেক তরুণ সাংবাদিকতা পেশায় আসতে উৎসাহিত হবেন। এ সময় সাংবাদিক মাসুমার স্মৃতি রক্ষার্থে নারী জার্নালিস্ট অ্যাওয়ার্ড চালুর আহ্বান জানান তিনি।

শুক্রবার বিকেলে রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) আয়োজনে সাংবাদিক মাসুমা ইসলামের স্মরণ সভার আয়োজন করা হয়। সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, অনেক তরুণ সাংবাদিকতায় পড়াশোনা করছেন, তারা সাংবাদিকতায় আসেন না। মাসুমা আক্তার তৃণমূল সাংবাদিকতায় যে উদাহরণ তৈরি করেছেন তা সামনে রেখে অনেক তরুণ সাংবাদিকতা পেশায় আসতে উৎসাহিত হবেন।

তিনি আরও বলেন, উত্তরাঞ্চলে নানা চ্যালেঞ্জ নিয়ে মাসুমা যে সাংবাদিকতা করে গেছেন তা স্মরণীয়। মাসুমা তার জীবনদ্দশায় সাংবাদিকতায় অনেক বড় ভূমিকা রেখে গেছেন।

শোকসভায় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, এনটিভির রাজশাহী প্রতিনিধি শ ম সাজু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান আহসান হাবীব অপু, দেশ টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান কাজী শাহেদ, এসএ টিভির রাজশাহীর ব্যুরো প্রধান জিয়াউল গনি সেলিমসহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন টেলিভিশনের রাজশাহীর সাংবাদিকরা উপস্থিত ছিলেন।