ঢাকা | ফেব্রুয়ারী ২৮, ২০২৫ - ৪:৫৩ পূর্বাহ্ন

রাজশাহীতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

  • আপডেট: Thursday, February 27, 2025 - 6:45 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর কাটাখালীতে অটোরিকশা থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে মিজানুর রহমান (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় কাটাখালী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মিজানুর রহমান। সে কাটাখালীর সমসাদিপুর এলাকার আশরাফ আলীর ছেলে।

কাটাখালী থানার ওসি বলেন, সকালে মিজানুর রহমান একটি অটোরিকশায় চড়ে যাচ্ছিল। পেছন থেকে আরেকটি অটোরিকশা ধাক্কা দেয়। এ সময় মিজানুর অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। তখন একটি চলন্ত ট্রাক তাকে চাপা দেয়।

ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক ও চালক-হেলপারকে আটক করে থানায় নেয়া হয়েছে। নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।