ঢাকা | মে ১, ২০২৫ - ৩:২৫ পূর্বাহ্ন

রাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ

  • আপডেট: Thursday, February 27, 2025 - 9:32 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী জুনের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহ পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিক্ষক ও শিক্ষার্থীদের অনলাইনে রাকসু বিধিমালার খসড়া সংশোধনী সম্পর্কে পরামর্শ ও মতামত প্রদানের শেষ তারিখ আগামী ২৮ মার্চ, রাকসু বিধিমালা ও নির্বাচনের আচরণবিধি চূড়ান্তকরণ ও প্রকাশ ১৩ এপ্রিল, খসড়া ভোটার তালিকা প্রকাশ ২৮ এপ্রিল, ভোটার তালিকা সম্পর্কে আপত্তি প্রকাশের শেষ সময় ৩০ এপ্রিল এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১৩ মে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘প্রার্থীদের মনোয়নপত্র বিতরণ করা হবে ১৫ মে, মনোনয়নপত্র দাখিল ১৯ মে, মনোনয়নপত্র নিরীক্ষা ও বাছাই ২০ মে, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ২২ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ মে, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহ পর্যন্ত।’

এছাড়া রাকসু বিধিমালার খসড়া অনলাইনে প্রকাশের তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS