ঢাকা | মে ২, ২০২৫ - ৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

সোনার দাম আরও কিছুটা কমলো

  • আপডেট: Thursday, February 27, 2025 - 9:42 pm

অনলাইন ডেস্ক:চারদিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আরও কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হাজার ৪০৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দাম কমানো হয়েছে। আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)এর আগে গত ২৪ ফেব্রুয়ারি আরেক দফা সোনার দাম কমানো হয়। ২৪ ফেব্রুয়ারি ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় হাজার ১৫৫ টাকা। অর্থাৎ দুই দফায় ভালো মানের সোনার দাম ভরিতে কমেছে হাজার ৫৫৮ টাকা

এই দাম কমানোর আগে , , ১১, ১৮ ২১ ফেব্রুয়ারি এবং ১৬, ২৩ ৩০ জানুয়ারি সোনার দাম বাড়ানো হয়। অর্থাৎ দফা বাড়ানোর পর এখন দুদফা দেশের বাজারে সোনার দাম কমানো হলো

Hi-performance fast WordPress hosting by FireVPS