ঢাকা | এপ্রিল ৫, ২০২৫ - ১০:৫৭ অপরাহ্ন

রাজশাহী মেডিকেলে চিকিৎসাসেবা ফেলে আন্দোলনে ইন্টার্নরা, দুর্ভোগে রোগীরা

  • আপডেট: Thursday, February 27, 2025 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: পাঁচ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসক। তাদের এই কর্মসূচি পালনের ৫ম দিন ছিল গতকাল বৃহস্পতিবার।

হাসপাতালে চিকিৎসার মতো জরুরি সেবা ফেলে নিজেদের দাবি আদায়ে আন্দোলন করছেন তারা।

তাদের এই আন্দোলনে সরাসরি সমর্থন দিয়েছেন মেডিকেলের চিকিৎসকরাও। ফলে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের চিকিৎসা ব্যবস্থা নাজুক পরিস্থিতির মধ্য দিয়েই চলছে।

এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া নামের আগে ডাক্তার না লেখা, মানহীন প্রাইভেট ম্যাটস ও মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা ও চিকিৎসকদের সুরক্ষাসহ ৫ দফা দাবিতে তারা কর্মবিরতি পালন করে যাচ্ছেন।

এদিকে টানা ৫ম দিনের কমপ্লিট শাটডাউনে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। ফলে রোগীদের মধ্যেও অসন্তোষ বিরাজ করছে।

তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র, ডা. শংকর কুমার বিশ্বাস জানিয়েছেন, ইন্টার্ন চিকিৎসকরাই হাসপাতালের প্রাণ। তারা না থাকলে সমস্যা হবে- এটাই স্বাভাবিক। এজন্য তাদের সমস্যা দাবির প্রতি আমাদেরও সমর্থন আছে।

তবে হাসপাতালে রোগীদের সেবা নিশ্চিত করতে মিড লেভেল ও সিনিয়র চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন।

Proudly Designed by: Softs Cloud