ঢাকা | ফেব্রুয়ারী ২৮, ২০২৫ - ৪:২০ পূর্বাহ্ন

রাজশাহী নগরীতে অপারেশন ডেভিল হান্টে ৪ জনসহ গ্রেপ্তার ৩৫

  • আপডেট: Thursday, February 27, 2025 - 8:49 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ৪ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে ৩৫ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৪ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৩১ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ১৩ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ১৬ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত আব্দুল আওয়াল (৪৫), নাইম হোসেন (২০), মহিন হোসেন আলিফ (২২) ও শাকিল হোসেন (১৯)।
আওয়ামীলীগ কর্মী আব্দুল আওয়াল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হোসনীগঞ্জ এলাকার হাতেম কসাইয়ের ছেলে, ছাত্রলীগ কর্মী নাইম হোসেন একই থানার পাঠানপাড়া এলাকার আফরোজের ছেলে, শাকিল হোসেন মেহেরচন্ডি এলাকার রজব আলীর ছেলে ও মাহিন হোসেন মতিহার থানার কাজলা এলাকার আফজাল হোসেনের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।