ঢাকা | ফেব্রুয়ারী ২৮, ২০২৫ - ১:৪৭ পূর্বাহ্ন

ভোলাহাটে ঘোষিত হলো ৫ সফল নারীর নাম

  • আপডেট: Thursday, February 27, 2025 - 7:52 pm

ভোলাহাট (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা তথা দেশের উত্তরাঞ্চলের ছোট্ট ১টি উপজেলার নাম ভোলাহাট। পুরনো আমল থেকেই পিছিয়ে পড়া, সাসপেন্ড এরিয়া নামে পরিচিত ছিল এই উপজেলাটি। কালের বিবর্তনে এখন অনেকটাই পরিবর্তন হয়েছে।

এগিয়ে গেছে পূর্বের চেয়ে শিক্ষাখাত। আর এই শিক্ষা খাতকে চোখে আঙ্গুল দিয়ে আরো একধাপ এগিয়ে নিয়েছে উপজেলার আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবলা, সহজ-সরল ও গাঁ-এর বধুরাও।

এই নারী বা বধুদের বিভিন্ন জীবন-জীবিকার তাগিদে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে অজো-পাড়া-গাঁ-এর নারীরা। যাকে আগে বলা হতো “জয়িতা নারী”। বর্তমান প্রেক্ষাপটে এ নারীদের নামকরণ করা হয়েছে “অদম্য নারী”।

এই অদম্য নারী হিসেবে ভোলাহাটের ৫ জন বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, সমাজে নির্যাতিতা আর কেউবা সফল জননী এবং শিক্ষা ও চাকুরীক্ষেত্রে প্রতিষ্ঠিত। এই অদম্য ৫ জন নারী রাজশাহী বিভাগীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছেন।

সফল জননী নারী কুলসুম আরা: উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের পাওয়া সূত্র মতে, সফল জননী নারী হিসেবে রয়েছেন, উপজেলার ৩নং দলদলী ইউনিয়নের নামো মুশরীভূজা গ্রামের এস্তাব আলী বিশ্বাসের মেয়ে কুলসুম আরা (৬০)।

শিক্ষা ও চাকরিক্ষেত্রে সফল নারী হয়েছেন হালিমা খাতুন। নির্যাতনের বিভীষিকায় সাফল্য অর্জনকারী নারী হচ্ছেন রাজিয়া খাতুন।

সমাজ উন্নয়নে অসামান্য অবদান অর্জনকারী নারী হলেন সাবেরা খাতুন। এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হয়েছেন মানুয়ারা বেগম।