ঢাকা | মে ১, ২০২৫ - ৪:২০ পূর্বাহ্ন

বগুড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

  • আপডেট: Thursday, February 27, 2025 - 9:32 pm

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ট্রাকচাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের দ্বিতীয় বাইপাস সড়কের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইব্রাহিম (২৭)। তিনি শেখপাড়া মধ্যপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাজের জন্য বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হন ইব্রাহিম। পথে শেখপাড়া এলাকায় দ্বিতীয় বাইপাসে উঠলে পেছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইব্রাহিমকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়। আব্দুল ওয়াদুদ আরও জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Hi-performance fast WordPress hosting by FireVPS