সোনালী সংবাদ

দেওয়ানি কার্যবিধি সংশোধন অধ্যাদেশের খসড়ায় মতামত আহ্বান

সোনালী ডেস্ক: দেওয়ানি কার্যবিধি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর প্রাথমিক খসড়ার ওপর মতামত আহ্বান করেছে আইন ও বিচার বিভাগ।

গত বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এ সম্পর্কিত চিঠিতে বলা হয়, আগামী ৩ মার্চের মধ্যে section8.justice@gmail.com  ঠিকানায় এই মতামত পাঠানো যাবে।

মতামত প্রদানের সুবিধার্থে ‘Code of Civil Procedure (Amendment) Ordinance, ২০২৫’ এর প্রাথমিক খসড়া এবং এ সম্পর্কিত চিঠি আইন ও বিচার বিভাগের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

ড়ভ ঈরারষ চৎড়পবফঁৎব, ১৯০৮ যুগোপযোগী করার লক্ষ্যে আইন ও বিচার বিভাগ কর্তৃক এ আইনের নতুন একটি প্রাথমিক খসড়া প্রস্তুত করা হয়েছে। প্রাথমিক খসড়া চূড়ান্ত করতে সর্বসাধারণের মতামতের জন্য প্রাথমিক খসড়াটি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড.  রেজাউল করিম।

Exit mobile version