ঢাকা | ফেব্রুয়ারী ২৮, ২০২৫ - ৪:৫১ পূর্বাহ্ন

পোরশায় আ’লীগ নেতা বুলবুল আটক

  • আপডেট: Thursday, February 27, 2025 - 7:00 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় শরিফুল ইসলাম বুলবুল (৫৬) নামে উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে থানা পুলিশ। গত বুধবার দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

শরিফুল পোরশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আমদা হাইস্কুলের প্রধান শিক্ষক ও আমদা গ্রামের মৃত গোলাম সারোয়ারের ছেলে।

বিষয়টি পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা নিশ্চিত করে জানান,আটকৃতের বিরুদ্ধে থানায় নশকতার মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।