ঢাকা | ফেব্রুয়ারী ২৮, ২০২৫ - ৪:১৬ পূর্বাহ্ন

গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, February 27, 2025 - 7:32 pm

গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে

সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি কৃষ্ণচন্দ্র, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা আব্দুল হামিদ, রহনপুর তদন্ত কেন্দ্রের (ভারপ্রাপ্ত) ইনচার্জ সুজাউদ্দৌলা, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ি চেয়ারম্যান শহিদুল ইসলাম, রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, চৌডালা চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, উপজেলা প্রেসক্লাব এর সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর রিপোর্টার্স ক্লাব এর সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি নূর মোহাম্মদ, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক সামিরুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মাসিক সভায় আইন শৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।