ঢাকা | ফেব্রুয়ারী ২৭, ২০২৫ - ৫:৩০ পূর্বাহ্ন

পুঠিয়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • আপডেট: Wednesday, February 26, 2025 - 8:45 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার থেকে অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ঝলমলিয়া বাজার (কলাহাটা) নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত নারীকে গত দুইমাস পূর্বে কে বা কাহারা এই এলাকায় রেখে চলে যায়। পরবর্তীতে ওই বৃদ্ধা নারী ঝলমলিয়া বাজারে ভিক্ষা করে জীবন জীবিকা পরিচালনা করতো বলে জানান পুলিশ ও স্থানীয়রা।

তবে তাহার নাম-ঠিকানা সম্পর্কে কেউ কিছু বলতে পারেন না। স্থানীয়রা জানায়, সকালে ঝলমলিয়া বাজার কলাহাটায় অজ্ঞাত নারীর লাশ দেখতে যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, খবর পেয়ে বৃদ্ধা এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহে কোনো দাগও পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাকে ঝলমলিয়া বাজারে ভিক্ষা করতে দেখেছে বলে জানিয়েছে। এসময় তার কাছ থেকে ছোট ছোট কাপুড়ে ও পলিথিনে মুড়া কাগজের মধ্যে থাকা ৬ হাজার ৩ শ ৮০টাকা উদ্ধার করেছে পুলিশ।