ঢাকা | ফেব্রুয়ারী ২৭, ২০২৫ - ২:৫৭ পূর্বাহ্ন

নগরীতে টিসিবির পণ্য পেতে চরম দুর্ভোগে সাধারণ মানুষ

  • আপডেট: Wednesday, February 26, 2025 - 9:15 pm

স্টাফ রিপোর্টার: পবিত্র রমজান মাসকে সামনে রেখে রাজশাহী সিটি কর্পোরেশন এর ৩০টি ওয়ার্ডে ট্রাকসেল এর মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি শুরু করেছে রাজশাহী আঞ্চলিক অফিস।

এখানে ৫টি পণ্য চিনি ১ কেজি, বুট ২ কেজি, তেল ২ লিটার, মুসুরের ডাল ২ কেজি, খেজুর আধা কেজি মোট ৫৮৮ টাকা করে প্যাকেজে দেয়া হচ্ছে। কমদামে পণ্য পাওয়ায় বিক্রয় স্থানগুলোতে ব্যাপক ভিড় দেখা গেছে।

বুধবার সকালে রাজশাহী সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের শিরোইল স্কুলের সামনের সড়কে টিসিবি পণ্য নিতে আশা নারী-পুরুষকে চরম দুর্ভোগে পড়তে দেখা গেছে। তারা পণ্যের পরিমাণ বৃদ্ধির দাবি জানান।

টিসিবি পণ্য নিতে আশা এক মহিলার সাথে কথা বলে জানা যায় তিনি দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে থেকেও এখনো পণ্য হাতে পাননি। ২১ নম্বর ওয়ার্ডের মেসার্স মাসুদ মোদির ডিলার বলেন, পাচ্ছি ২০০ জনকে দেয়ার মত পণ্য, লাইনে দাঁড়িয়ে থাকছে হাজারেরও অধিক, আমরা কি করবো।

টিসিবির গুদাম রক্ষক আনিসুর রহমান বলেন, রাজশাহী সিটি করপোরেশনের দশটি ওয়ার্ডে একদিন করে ট্রাকসেলে টিসিবি পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতি ট্রাক থেকে পাচটি পণ্য ২শ’ জনকে দেয়া হচ্ছে।

যা প্রতি তিন দিনে রাজশাহী সিটি করপোরেশন এর ৩০ ওয়ার্ডের সাধারণ মানুষ নিতে পারবে। পুরা রমজান মাস এই ট্রাকসেলে পণ্য বিক্রি করা হবে বলে তিনি জানান।