ঢাকা | ফেব্রুয়ারী ২৭, ২০২৫ - ২:০০ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে ডাকাতির শিকার ট্রাক ও ২২ লাখ টাকার পাম তেল উদ্ধার

  • আপডেট: Wednesday, February 26, 2025 - 7:22 pm

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার পুলিশের দক্ষতায় ডাকাত দলের কবলে পড়া একটি ট্রাক ও ২২ লাখ টাকার পাম তেল উদ্ধার করা হয়েছে। ঐ ড্রামে ১৮৬ কেজি করে মোট ১৩,৯৫০ কেজি পাম তেল ছিল।

পথে, ২৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১:৩০টার দিকে, বগুড়ার শেরপুর এলাকায় পৌঁছানোর আগে ৮-১০ জনের একটি ডাকাত দল একটি ট্রাক দিয়ে ওভারটেক করে তেলবাহী ট্রাকটির গতিরোধ করে।

ডাকাতরা ট্রাকের চালক ও সহকারীকে জোরপূর্বক নামিয়ে, তাদের হাত-পা বেঁধে খালি ট্রাকে তুলে নেয় এবং নেশা জাতীয় তরল পান করিয়ে অজ্ঞান করে। পরে, ২৫ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে চালক ও সহকারী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় জ্ঞান ফিরে পান।

এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রাজশাহীর গোদাগাড়ী থানার ললিতনগর রেলওয়ে স্টেশনের পাশের একটি সেতুর ওপর থেকে ডাকাতদের কবলে পড়া ট্রাকটি উদ্ধার করে। তবে ডাকাতরা পালিয়ে যায়।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, আমাদের পুলিশ দল দ্রুত পদক্ষেপ নিয়ে ট্রাক ও তেল উদ্ধার করতে সক্ষম হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।