ঢাকা | ফেব্রুয়ারী ২৭, ২০২৫ - ৪:৫৪ পূর্বাহ্ন

রাজশাহীতে বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

  • আপডেট: Wednesday, February 26, 2025 - 8:00 pm

ব্রিটিশ কাউন্সিল আয়োজিত

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর কালচার, মিডিয়া অ্যান্ড স্পোর্টসের অংশীদারিত্বে কালচারাল প্রোটেকশন ফান্ডের উদ্যোগ ‘বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রশিক্ষণ কর্মসূচির’ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। গতকাল (২৫ ফেব্রুয়ারি) রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘরে এ আয়োজন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আন্তর্জাতিক পরিসরে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ হিসেবে কালচারাল প্রোটেকশন ফান্ড নিয়ে যুক্তরাজ্য কাজ করে থাকে।

জলবায়ু পরিবর্তন, সংঘাতসহ আরও নানাকারণে যেসকল জায়গায় সাংস্কৃতিক ঐতিহ্য ঝুঁকির মুখে রয়েছে, সেসব স্থানে সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নে অন্যান্য সংস্থার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে কালচারাল প্রোটেকশন ফান্ড। বাংলাদেশে ২০২৪ সালের নভেম্বর মাসে প্রথমবারের মতো কালচারাল প্রোটেকশন ফান্ডের উদ্যোগ চালু করে ব্রিটিশ কাউন্সিল, “বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রশিক্ষণ কর্মসূচি” নামক উদ্যোগের আয়োজন করে।

চার মাসব্যাপী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘরের সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষজ্ঞ এবং কালেকশন্স ম্যানেজারদের জন্য দক্ষতা উন্নয়নমূলক এ কর্মসূচির আয়োজন করে ডারহাম বিশ্ববিদ্যালয়ের ইউনেস্কো চেয়ার অন আর্কিওলজিক্যাল এথিকস অ্যান্ড প্র্যাকটিস ইন কালচারাল হেরিটেজ।

বরেন্দ্র গবেষণা জাদুঘরের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক সংগ্রহসমূহ সংরক্ষণ ও সুরক্ষিত করতে এবং স্থানীয় সামাজিক গোষ্ঠীর সাথে সংযোগ জোরদারের মাধ্যমে নিজস্ব সংস্কৃতি টিকিয়ে রাখারক্ষেত্রে বরেন্দ্র গবেষণা জাদুঘরের জন্য একটি টেকসই কর্মপরিকল্পনা প্রণয়নে সহায়তা করার প্রাথমিক লক্ষ্য নিয়ে এ কর্মসূচি শুরু করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক অধ্যাপক ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান এবং উপ-গ্রন্থাগারিক মো. আসলাম রেজা স্বাগত বক্তব্য দেন। প্রকল্প ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ দলের নেতৃত্ব দেন ডারহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রবিন কনিংহাম এবং ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশের অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহান। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। বক্তব্যে তিনি বলেন, “বিশ্বব্যাপী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাজ্য; কালচারাল প্রোটেকশন ফান্ড এ অঙ্গীকারেরই প্রতিফলন। ডারহাম বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র গবেষণা জাদুঘরের সাথে ব্রিটিশ কাউন্সিলের অংশীদারিত্বের মাধ্যমে আমরা এমন উদ্যোগ আয়োজনে ভূমিকা রেখতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগ প্রযুক্তিগত দক্ষতা ও জ্ঞানের সম্প্রসারণে ভূমিকা রাখবে, টেকসই সংরক্ষণের এই চর্চাকে উৎসাহিত করবে এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের অংশীদারিত্বে সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ ও সুরক্ষায় স্থানীয় সামাজিক গোষ্ঠীর সম্পৃক্ততা বৃদ্ধিতে অবদান রাখবে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
জুলিয়েট মন্ডল,
কমিউনিকেশনস ম্যানেজার, সাউথ এশিয়া, ব্রিটিশ কাউন্সিল
ইমেইল: Juliet.Mondol@bd.britishcouncil.org

সম্পাদক বরাবর:

ব্রিটিশ কাউন্সিল:

বিশ্বজুড়েই সাংস্কৃতিক সম্পর্ক ও শিক্ষার সুযোগ নিয়ে কাজ করে যুক্তরাজ্যের আন্তর্জাতিক সংস্থা ব্রিটিশ কাউন্সিল। শিল্প, সংস্কৃতি, ইংরেজি ভাষা ও শিক্ষার মাধ্যমে আমরা যুক্তরাজ্যের জনগণের সাথে অন্যান্য দেশের জনগণের মধ্যে সংযোগ, বোঝাপড়া ও আস্থা স্থাপনে কাজ করি।

অনলাইনে, ব্রডকাস্ট ও বিভিন্ন প্রকাশনার মাধ্যমে গত বছর আমরা সরাসরি ৮০ মিলিয়ন এবং সর্বোপরি ৭শ’ ৯১ মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছি। ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ কাউন্সিল রয়্যাল চার্টার ইউকে পাবলিক বডি দ্বারা পরিচালিত যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা। আমরা ১৫ শতাংশ অনুদান সহায়তা পাই যুক্তরাজ্য সরকার থেকে।

কালচারাল প্রোটেকশন ফান্ড

কালচারাল প্রোটেকশন ফান্ড আন্তর্জাতিক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে যুক্তরাজ্যের অন্যতম উদ্যোগ। ২০১৬ সালে চালু হওয়া এ উদ্যোগ ব্রিটিশ কাউন্সিলের নেতৃত্বে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর কালচার, মিডিয়া অ্যান্ড স্পোর্ট -এর অংশীদারিত্বে পরিচালিত হচ্ছে।