ঢাকা | ফেব্রুয়ারী ২৭, ২০২৫ - ৫:১৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর চাপায় মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত

  • আপডেট: Wednesday, February 26, 2025 - 8:52 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর চাপায় ইমন আলী (১৩) নামে মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন সদর উপজেলার শাহজাহানপুর মুন্সিপাড়ার আব্দুল জাব্বারে ছেলে ও চরবাগডাঙ্গা সেরাজুল হোদা লতিফিয়া নুরিয়া ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, সকালে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে মাদ্রাসায় যাচ্ছিল ইমন। এ সময় চরবাগডাঙ্গা গোঠাপাড়া মোড়ে ট্রাক্টর ইমনকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়।

এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।