ঢাকা | ফেব্রুয়ারী ২৭, ২০২৫ - ৪:৪৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, February 26, 2025 - 8:35 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় পুলিশ ৭টি গরু ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, জেলার শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট পলাশবাড়ি গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে কানু ডাকাত ওরফে কান্দু একই থানার মুসলিমপুর গ্রামের মৃত সাজেমান আলির ছেলে শফিকুল ইসলাম ও ওপর ধোবরা গ্রামের ইয়াসিন আলীর ছেলে রাকিব।

বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিং-এ পুলিশ সুপার রেজাউল করিম জানান, মঙ্গলবার রাত সোয়া ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার ওসি(তদন্ত) এস এম শাকিল হাসানের নের্তৃত্বে একদল পুলিশ জানতে পারে যে, কানু ডাকাতের বাড়িতে চোরাই গরু বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এসময় পুলিশ কানু ডাকাতের বাড়িতে অভিযান চালিয়ে ৩ ডাকাতকে গ্রেপ্তার, ৭টি গরু, ডাকাতির কাজে ব্যবহৃত একটি নীল রংয়ের পিকআপ গাড়ি, একটি সিএনজি ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। আর পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২/৩ জন ডাকাত পালিয়ে যায়। ধৃতরা দীর্ঘদিন ধরে ডাকাতির কাজে জড়িত থাকার কথা স্বীকার করেন।

কানু ডাকাত কৃত্রিম এক পা নিয়ে চলাচল করে এবং তারা ৯ ভাই ছিল এবং সকলেই ডাকাতির কাজে জড়িত ছিল এবং দুভাই গণপিটুনিতে মারা যায়। পুলিশ সুপার আরও জানান, আসামিদের বিরুদ্ধে বিভিন্ন জেলার থানায় ডাকাতি, হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জে মামলা শেষে তাদের বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।