ঢাকা | ফেব্রুয়ারী ২৬, ২০২৫ - ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী নিহত

  • আপডেট: Tuesday, February 25, 2025 - 7:49 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী ছাফিয়া খাতুন নিহত হয়েছে। সে উপজেলার কান্দ্রা দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, মঙ্গলবার দুপুর একটার দিকে পুঠিয়া সদর ইউনিয়নের কান্দ্রা গ্রামের আব্দুস সালামের পরিবার ভ্যানে করে পাশের গ্রাম শাহবাজপুরে যাচ্ছিলো। পথিমধ্যে ধান মাড়াই করা পাওয়ার থ্রেসার পেছন থেকে ধাক্কা দিলে তার মেয়ে ছাফিয়া ভ্যান থেকে ছিটকে পড়ে মাথায় ও ঘাড়ে আঘাত পায়।

এসময় স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে পাঠালে পথিমধ্যে সে মারা যায়। স্থানীয় লোকজন পাওয়ার থ্রেসারটি আটক করেছে। তবে এর ড্রাইভার পালিয়ে গেছে। নিহতের বাবা জানান, এ ঘটনার সুষ্ঠু চান তিনি। পুঠিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেল জানান, বিষয়টি আমরা স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করছি। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।