ঢাকা | মে ১, ২০২৫ - ১১:৩৪ পূর্বাহ্ন

দুটি বগি রেখে রাজশাহী স্টেশন ছেড়ে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস

  • আপডেট: Tuesday, February 25, 2025 - 8:55 pm

স্টাফ রিপোর্টার: চলন্ত অবস্থায় দুটি বগি রেখে রাজশাহী থেকে খুলনার উদ্দেশে ছেড়ে গেছে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন।

মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি। ১০ কিলোমিটার দূরে হরিয়ান স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের দুটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর গড়তে গড়তে বেলপুকুর পর্যন্ত যায় বগি দুটি। তবে ওই বগিগুলোতে কোনো যাত্রী ছিল না।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সাগরদাঁড়ি চলে যাওয়ার পরে সকাল সাড়ে ৬টার দিকে তিতুমীর এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে। এরপর হরিয়ান স্টেশনে গিয়ে দাঁড়ায়। পরে তিতুমীর এক্সপ্রেসের ইঞ্জিন নিয়ে গিয়ে আবার সাগরদাঁড়ি এক্সপ্রেসের বগি দুটি আনা হয় হরিয়ান স্টেশনে।

ততক্ষণ হরিয়ান স্টেশনে তিতুমীর এক্সপ্রেসের যাত্রীবাহী বগিগুলো দাঁড়িয়ে ছিল। পরে সকাল ৮টায় তিতুমীর এক্সপ্রেস হরিয়ান স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশে যাত্রা করে।

হরিয়ান স্টেশনের মাস্টার মনিরুল ইসলাম বলেন, বগিগুলো এমটি ছিল। তাতে কোনো যাত্রী ছিল না। বগি দুটি রেখেই সাগরদাঁড়ি ট্রেন খুলনার উদ্দেশে চলে যায়। এতে তিতুমীরের সময় খানিকটা বিলম্ব হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS