ঢাকা | ফেব্রুয়ারী ২৬, ২০২৫ - ১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম

জামিনের পর হাজিরা দিতে এসে বাঘার তিন চেয়ারম্যান আটক

  • আপডেট: Tuesday, February 25, 2025 - 8:00 pm

বাঘা প্রতিনিধি: হাইকোর্ট থেকে জামিন পাওয়ার ২৮ দিন পর রাজশাহী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এসে এবার আটক হয়েছেন বাঘার তিন ইউপি চেয়ারম্যানসহ ৭ জন আ’লীগের নেতাকর্মী।

মঙ্গলবার দুপুরে আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

অপরদিকে বাঘা থানা পুলিশ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল হোসেনকে বাঘার আশরাফপুর এলাকা থেকে আটক করেছে।

জানা গেছে, দায়েরকৃত মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার ২৮ দিন পর গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে যান বাঘা উপজেলার মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ও সাবেক চকরাজাপুর ইউপি চেয়ারম্যান আজিজুল আযম, আওয়ামী লীগ নেতা মুক্তার আলী, যুবলীগ নেতা কবির, জহুরুলসহ মোট ৭ জন । এ সময় আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

এদিকে বাঘা থানা পুলিশ একজন জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার আশরাফপুর এলাকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেনকে আটক করা হয়েছে। বাঘা থানা অফিসার ইনচার্জ আ.ফ.ম আসাদুজ্জামান জানান, নাজমুল হোসেনের নামে থানায় তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় জামিন নিলেও একটি (বিস্ফোরক) মামলায় সে পলাতক ছিলো। আমরা সেই মামলায় তাকে আটক করেছি।