ঢাকা | ফেব্রুয়ারী ২৬, ২০২৫ - ৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের পদযাত্রা

  • আপডেট: Tuesday, February 25, 2025 - 9:49 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পদযাত্রা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকালে ‘শিক্ষা ও শিক্ষার্থী অধিকার আন্দোলন’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে পদযাত্রাটি শুরু হয়। রাজশাহী নগরের তালাইমারী মোড়ে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়। সমাবেশ সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব আল শাহরিয়ার শুভ।

এ সময় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী মারুফ, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ, উর্দু বিভাগের শিক্ষার্থী আফরিন প্রমুখ। সমাবেশে ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ, ধর্ষকদের গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড কার্যকর এবং কারাগার থেকে পালিয়ে যাওয়া আবরার ফাহাদের খুনিকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

সমাবেশে মো. আজাদ বলেন, দেশে ধর্ষণ, ছিনতাই বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। এর দায় সম্পূর্ণ অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। দেশের আগামী ভবিষ্যৎ কোনদিকে যাবে, তা নির্ভর করছে বর্তমান সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নির্ভয় রাজপথ। এটি করতে না পারলে আবার স্বৈরাচার সৃষ্টি হবে।

মেহেদী মারুফ বলেন, ‘২৪ এর অভ্যুত্থানের পর আমরা একটি সাম্য, মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র গঠন করতে চেয়েছিলাম। যেখানে সরকার হবে জনকল্যাণকর। কিন্তু আজকে দেশে ডাকাতি, ছিনতাই ও আমাদের বোনরা ধর্ষিত হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এর পেছনে অন্যতম দায়ী। এজন্য ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’