ঢাকা | মে ১৭, ২০২৫ - ৫:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবীন

  • আপডেট: Monday, February 24, 2025 - 6:59 pm

অনলাইন ডেস্ক: দেশের শোভিজ অঙ্গনের জনপ্রিয় মুখ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বিয়ে করছেন- এমন খবরই শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরে। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে এই অভিনেত্রী।

গতকাল রোববার ঢাকার অদূরে একটি রিসোর্টে গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন হয় মেহজাবীনের। অনুষ্ঠানটি বেলা ১১টা থেকে শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আক্দ সম্পন্ন হয়। তবে বিয়ের দেড় সপ্তাহ পড় ছবি প্রকাশ করলেন মেহজাবীন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে বিয়ের ৫টি ছবি শেয়ার করেন মেহজাবীন।

পোস্টের ক্যাপশনে তিনি আদনান আল রাজীবকে নিয়ে এক আবেগঘন বার্তা দেন। সম্পর্কের শুরু থেকে কীভাবে তা প্রণয়ে রুপ নিলো তাই তিনি উল্লেখ করেন।

পোস্টে তিনি বলেন, ২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে সাক্ষাৎ ঘটেছিল। ১৩ বছর পর সম্পর্কটা বিয়েতে গড়াল।

তবে বিয়েতে গোপনীয়তা বজায় রেখেছিল এই দম্পতি। ফলে বিয়ের ছবি প্রকাশেও ছিলৈা বিধিনিষেধ। বিয়ে নিয়ে আলোচনার মধ্যেই নিজেই ছবি প্রকাশ করলেন মেহজাবীন।

জানা গেছে, ঢাকার বাইরে সেই রিসোর্টে বেশ কয়েক দিন ধরে বিয়ের প্রস্তুতি চলছিল। গতকাল সকাল থেকেই সেখানে মেহজাবীন ও আদনানের পরিবারের সদস্যরা পৌঁছাতে শুরু করেন। বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ ছিলেন।

গায়েহলুদ অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিক তারকা ও পরিচালক জানালেন, ছবি তোলার ক্ষেত্রে বেশ কড়াকড়ি করেছে বর-কনে কর্তৃপক্ষ। আমন্ত্রিত অতিথিদের নিজেদের মুঠোফোনে ছবি না তোলার জন্য বারবার মাইকে ঘোষণা দেওয়া হয়। এত কিছুর পরও দুজনের গায়েহলুদ অনুষ্ঠানের স্থিরচিত্র ফাঁস হয়েছে।

আমন্ত্রিত অতিথিদের মতে, গতকাল সন্ধ্যার দিকে মেহজাবীন ও আদনানের গায়েহলুদ অনুষ্ঠান শেষ হয়। আজ সোমবার একই ভেন্যুতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। জানা গেছে, মেহজাবীন নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের স্থিরচিত্র পোস্ট করবেন। এরপর অতিথিরা তাদের স্থিরচিত্র পোস্ট করার সুযোগ পাবেন। তার আগে কারও ছবি পোস্ট করার অনুমতি নেই।

জানা গেছে, গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজনে সব মিলিয়ে আড়াই শ অতিথি আমন্ত্রিত ছিলেন। এদিন মেহজাবীনের পরনে ছিল লেহেঙ্গা আর আদনান পরেছেন পাঞ্জাবি-পায়জামা।

এদিকে গত বছরেই সিনেমায় অভিষেক হয় মেহজাবীন চৌধুরীর। ২০ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহ মুক্তি তার অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। এ সিনেমার প্রযোজক অভিনেত্রীর হবু স্বামী আদনান আল রাজীব। দুজনকে সিনেমাটি নিয়ে দেশ-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গেছে।

প্রসঙ্গত, ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু করেন মেহজাবীন। নাটকের জনপ্রিয় একজন তারকা হয়ে ওঠেন তিনি।

বর্তমানে সিনেমা ও ওটিটি কনটেন্টের কাজে বেশি সময় দিচ্ছেন। নাটকে এখন তাকে আর বেশি অভিনয় করতে দেখা যায় না। সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষ্যে একটি ওটিটির পেইড ভার্সনে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। যা এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS