ঢাকা | এপ্রিল ১৯, ২০২৫ - ৩:১১ পূর্বাহ্ন

সোশ্যাল ইসলামী ব্যাংকের কেশরহাট শাখার উদ্বোধন

  • আপডেট: Monday, February 24, 2025 - 6:45 pm

মোহনপুর প্রতিনিধি: আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ১৮১তম কেশরহাট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে এগারোটার সময় কেশরহাট টু মচমইল রোডের পাশে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, এফসিএমএ।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সায়াদাত। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক হুসন আরা শিখা, কেশরহাট পৌরসভার সাবেক মেয়র এবং কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, কেশরহাট পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবর রহমান, জামায়াতে ইসলামীর মোহনপুর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল আউয়াল।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীগণ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।