ঢাকা | ফেব্রুয়ারী ২৫, ২০২৫ - ১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম

লালপুরের শিম খেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

  • আপডেট: Monday, February 24, 2025 - 6:49 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে করিম প্রামানিক (৫৬) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া পূর্বপাড়া গ্রামের মৃত চয়েন প্রামাণিকের ছেলে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬ টায় টিটিয়া পূর্বপাড়া গ্রামের একটি শিম খেত থেকে মৃত দেহটি উদ্ধার করে তার আত্মীয়-স্বজন।

পারিবারিক সূত্রে জানা যায়, করিম প্রামানিক রোববার মাগরিবের নামাজ পর ইসলামী জলসা শোনার উদ্দেশে বাসা থেকে বের হয়। পরে ভোররাত পর্যন্ত বাসায় না ফিরলে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন।

সকাল সাড়ে ৬ টায় আলম (৪০) নামে এক ব্যক্তি ওই গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে মানিকের শিম খেতে করিমের মৃত দেহটি পড়ে থাকতে দেখে তার পরিবারের লোকজনকে খবর দিলে তারা মৃত দেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

নিহত করিম প্রামানিকের বড় ভাই আ: রহমান জানান, তার ভাই মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও কয়েকবার তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে রাস্তায় পরে ছিলেন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বাড়িতে আনা হয়। কিন্তু গতকাল রাতে বাড়িতে না ফেরায় তাকে ভোররাত থেকে খোঁজাখুঁজি করা হয়।

পরে গতকাল সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি যে একটি শিম খেতে সে মৃত অবস্থায় পড়ে আছে। লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোমিনুজ্জামান জানান, এ ব্যাপারে লালপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।