ঢাকা | মে ৬, ২০২৫ - ৭:১০ পূর্বাহ্ন

চারঘাটে জেলা ডিবির অভিযানে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৩

  • আপডেট: Monday, February 24, 2025 - 8:35 pm

চারঘাট প্রতিনিধি: রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে ১০০ পিছ ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাজশাহীর চারঘাট মোক্তারপুর ঘুনপাড়া গ্রাম হতে রাত ৯ টার দিকে তাদের গ্রেপ্তার করে জেলার ডিবি পুলিশ।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম। গ্রেপ্তারকৃত অভিযুক্তের নাম- তাজমিরা বেগম (৩০), রনি (৪৫) ও রিপন সরদার (৪৫)। তাজমিরা বেগম রাজশাহী জেলার চারঘাট থানার মোক্তারপুর ঘুনপাড়া গ্রামের রাকিবুল ইসলাম রাকিবের স্ত্রী, রনি রাজশাহী মহানগরের বেলপুকুর থানাধীন বড় ধাদাস গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে এবং রিপন সরদার রাজশাহী মহানগরের কাটাখালী থানাধীন টাঙ্গন গ্রামের নকির সরদারের ছেলে।

ঘটনা সূত্রে জানা গেছে, রাজশাহী জেলা ডিবি’র এসআই মেহেদী হাসান ফোর্স-সহ গত ২৩ ফেব্রুয়ারি রাতে চারঘাট থানার খুদির বটতলা বাজারস্থ এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন মোক্তারপুর ঘুনপাড়া গ্রামস্থ অভিযুক্ত তাজমিরা বেগমের বসতবাড়ির সামনে পাঁকা রাস্তার সম্মুখে কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছিলো।

এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই মেহেদী হাসানের নেতৃত্বে ডিবি পুলিশ রাতে অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর সময় মাদক কারবারি তাজমিরা বেগমের দেহ তল্লাশি করে তার পরিহিত পায়জামায় বিশেষ কায়দায় লাগানো ডান পকেট হতে একটি স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় অবৈধ মাদকদ্রব্য হেরোইন ২০ গ্রাম এবং একইভাবে বাম পকেটে হতে একটি সাদা পলিথিনে গিটদ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট-সহ তাদেরকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, ইয়াবা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত চারঘাটের মাদককারবারি রাকিবুল ইসলাম রাকিব নামের এক ব্যক্তি ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ মামলা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS